অনলাইনে প্রতারণার মাধ্যমে কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ এলাকার এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারিত হওয়া ৭৮০১ টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল কালচিনি থানার পুলিশ। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ পুলিশের তরফে জানা যায়, গত ১১ ই অক্টোবর কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ এলাকার যুবক প্রশান্ত দাস থানায় এসে অভিযোগ করে যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৭৮০১ টাকা কেউ প্রতারণা করে নিয়ে নিয়েছে। অভিযোগের ভিত্তিতে থানার সাইবার সেলের টিম তদন্ত শুরু করে।