এস আই আর এর কাজের চাপ সামলাতে না পেরে এবার অজ্ঞান হয়ে পড়লেন বুথ লেভেল অফিসার। তাকে তড়িঘড়ি স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতের বর্ণাহি গ্রামে। ওই গ্রামে এস আই আর এর কাজের জন্য দায়িত্বে ছিলেন মাসরেকুল আলম নামে এক বুথ লেভেল অফিসার। বিগত মাছ দেরেক ধরে তিনি এস আই আর এর কাজে ব্যস্ত হয়েছিলেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে।