মথুরাপুর ২: এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীতে মিন না জন্মানোর ফলে অসুবিধায় পড়েছেন শীতল মাইতি এলাকার মহিলারা
মথুরাপুর দু'নম্বর ব্লকের শীতল মাইতি সুন্দরবনের একটি নদীমাতৃক এলাকা এখানকার মহিলারা বেশির ভাগই নদীতে মিন ধরে উপার্জন করে সংসার চালায় স্থানীয় সূত্রে জানা যায় এ বছর প্রাকৃতিক দুর্যোগ বেশি হবার কারণে নদীতে মিন সেরকমই জন্মায়নি ফলে অসুবিধায় পড়েছেন এই এলাকার মহিলারা আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ সোমবার বিকাল চারটে নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে।