মুদিখানার দোকান চালাতে গিয়ে আর্থিক সংকট, বাজারে দেনার মধ্যেও পড়েছিলেন তিনি এর পরই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি মৃত ওই ব্যক্তির নাম পরিমল ভাওয়াল (৫৬). বাড়ি গুপ্তিপাড়ার সুলতানপুর এলাকায়। গতকাল বিকেলে বাড়িতেই গলায় ফাঁস দেন তিনি তড়িঘড়ি উদ্ধার করে তাকে কালনা হসপিটালে নিয়ে এলে সন্ধ্যায় কালনা হসপিটালে তার মৃত্যু হয়। মৃতর ছেলে পারভিন ভাওয়াল তিনি জানান আর্থিক সমস্যার কারণেই বাবা এমন ঘটনা ঘটিয়েছে বলে আমাদের অনুমান।