সালানপুর: সালানপুরের আছড়াতে এক ছাদের তলায় সমস্ত রকম বীমার অফিস উদ্বোধন
সালানপুরের আছড়াতে এক ছাদের তলায় সমস্ত রকম বীমার অফিস উদ্বোধন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের আছড়ায় এবার রাস্তার উপরই গ্রামীণ এলাকায় এক ছাদের তলায় সমস্ত রকমের বিমা প্রদানের জন্য ওয়েলফেয়ার গ্রূপের উদ্বোধন হলো রবিবার দিন।এদিন উদ্বোধনী অনুষ্ঠান দুপুর ১টায় উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,জেলা পরিষদের সদস্য বেবী মণ্ডল,তৃণমূল নেতা আশুতোষ তেওয়ারী, উদয় ঘোষ সহ আরো অনেকে।