নন্দকুমার: কেন্দ্রে BJPশাসিত সরকারের বাংলার প্রতি বঞ্চনা, বাংলা ভাষাকে লাগাতার অপমানের প্রতিবাদে আজ নন্দকুমারে পথযাত্রা করলো তৃণমূল
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশে নন্দকুমার বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায়,কেন্দ্রে বিজেপি সরকার দ্বারা পশ্চিমবঙ্গকে অর্থিকভাবে বঞ্চনা, বাঙালি ও বাংলা ভাষাকে লাগাতার অপমান করার প্রতিবাদে ও বিজেপির কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে পথযাত্রা অনুষ্ঠিত হল। উপস্থাপিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে,হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল,মহিষদলের বিধায়ক তিলক চক্রবর্তী,তমলুকের বিধায়ক ডাঃ সৌমেন কুমার মহাপাত্র HDA ভাইস