উলুবেড়িয়া ১: উলুবেড়িয়ার বহিরা শশ্মানতলায় পুকুরে পড়ল স্কুলের গাড়ি, মৃত তিন পড়ুয়া, আহত দুই
উলুবেড়িয়ার বহিরা শশ্মানতলায় পুকুরে পড়ল স্কুলের গাড়ি। মৃত তিন পড়ুয়া। আহত দুই। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেল আনুমানিক সাড়ে তিনটে নাগাদ জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল থেকে ৫ জন স্কুল পড়ুয়াকে নিয়ে একটি প্রাইভেট গাড়ি বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় বহিরা শ্মশানতলার কাছে প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ