বাইক করে চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সকালে দু’জন চোলাই কারবারিকে গ্রেপ্তার করল মঙ্গলকোট আবগারি বিভাগ। ধৃতদের এদিন আনুমানিক দুপুর সাড়ে ৩টা নাগাদ কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। আবগারি বিভাগ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রবিন মার্ডি ও বাবুলাল টুডু। তারমধ্যে রবিনের বাড়ি ভাতারের বারমলিক গ্রামে এবং বামুনাড়া গ্রামের বাসিন্দা বাবুলাল।