বিজেপির পরিবর্তন সভা অনুষ্ঠিত হলো নলহাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উষা ক্লথ স্টোর মোড়ে । আজ বুধবার বিকেল ৪:৩০ টা নাগাদ নলহাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উষা ক্লথ স্টোর মোড়ে নলহাটি বিধানসভার বিজেপির পক্ষ থেকে করা হলো পরিবর্তন সভা কর্মসূচি। আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বুথে বুথে বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে এই পরিবর্তন পথসভা। আজকের এই পরিবর্তন পথ সভায় উপস্থিত ছিলেন নলহাটি বিধানসভার কনভেনর সুকান্ত মুখার্জি,জেলা কিশান মোর্চার সহ-সভাপতি সুমন্ত মহারাজ।