সাঁতুড়ি: মুরাড্ডি হাইস্কুলে সাঁতুড়ি ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল,উপস্থিত সাংসদ,মন্ত্রী,জেলা সভাপতি সহ অন্যান্যরা
পুরুলিয়ার সাঁতুড়ি ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল সাঁতুড়ি ব্লকের মুরাড্ডি হাইস্কুলে। সাঁতুড়ি ব্লক তৃণমূলের সভাপতি রামপ্রসাদ চক্রবর্তী জানান, সমস্ত নেতৃত্ববৃন্দ ,দলের কর্মীদের নিয়ে এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি। এদিনের বিজয়া সম্মেলনে উপস্থিত হয়েছিলেন এলাকার তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরুপ চক্রবর্তী,রাজ্যের মন্ত্রী সন্ধ্যারাণী টুডু ,জেলা তৃণমূলের সভাপতি রাজীব লোচন সরেন সহ অন্যরা।