খোয়াই: আমপুরা এলাকায় রাস্তা ভাঙ্গন রোধের জন্য পাকা ওয়াল নির্মাণের কাজ পরিদর্শন করলেন চেয়ারম্যান
Khowai, Khowai | Dec 2, 2025 পদ্মবিল আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ রামচন্দ্রঘাট এডিসি ভিলেজ। এই ভিলেজের অন্তর্গত আমপুরা এলাকায় একটি রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। ভাঙ্গন রোধ করার জন্য রাস্তা দুইপাশে পাকা ওয়াল নির্মাণ করা হচ্ছে পরিদর্শন করেন ব্লকের চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা।