দীর্ঘ প্রতীক্ষার অবসান।খানাকুলের 4টি পঞ্চায়েত এলাকার মানুষ পেতে চলেছেন পাকা রাস্তা।জানা গেছে,দ্বারকেশ্বর নদের পাড়ের উপর তৈরি এই রাস্তা কিশোরপুর 1-2,ঘোষপুর এবং ঠাকুরানিচক পঞ্চায়েত এলাকার মানুষের সহজ যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ পথ।এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যানবাহন ও হেঁটে যাতায়াত করেন।দীর্ঘ 7-8 বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে ছিল।মুখ্যমন্ত্রীর পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় হবে পাকা রাস্তা।সোমবার রাস্তার কাজের উদ্বোধন করে প্রশাসন।