রবিবার দেহটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর দেহটিকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে থানা সত্য খবর। পুলিশ জানিয়েছে মৃতের নাম ঝুঁটন পাল (২২) । তার বাড়ি চিলাহাখানা উত্তর পালপাড়া এলাকায়। জানা গেছে শনিবার নাটাবাড়ি এলাকার দিক থেকে অপর আরেকজন যুবকের সঙ্গে মোটরসাইকেলে করে চিলাখানার দিকে আসার পথে একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় ঝুটন পালের ।