বারাসাতে বাংলা বাঁচাও যাত্রা সিপিএমের, ১৫ই ডিসেম্বর অর্থাৎ সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে একাধিক দাবি নিয়ে মিছিল করতে দেখা যায় বাম কর্মী সমর্থকদের, মূলত স্কুল বাঁচাও শিক্ষা বাঁচাও বাংলার মেয়েদের বাঁচাও পরিযায়ী ও গিগ শ্রমিকদের বাঁচাও, ভোটার অধিকার বাঁচাও গণতন্ত্র বাঁচাও ডিয়ার লটারি থেকে গরিব মানুষকে বাঁচাও পঞ্চায়েতের দুর্নীতি বন্ধ করো এরকম একাধিক দাবি নিয়ে সোমবার আনুমানিক দুপুর সাড়ে তিনটা নাগাদ বারাসাত রাজপথে সেই মিছিল করতে দেখা যায় সিপিআইএম