গলসি থানার গোহগ্রামে বালি ভর্তি লরি ধাক্কায় ছোট হাতি গাড়ি উল্টে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম কনক বালা বাগদি (৫১) গলসি থানার বিক্রমপুরে তার বাড়ি। জানা গেছে বিক্রমপুরের বাসিন্দা কনক বালা বাগদি ধান রোয়ার কাজে চেন্নাই গিয়েছিল সেখান থেকে গতকাল রাত্রি ৯টায় বর্ধমান রেলস্টেশনে ফেরে ও ছোট হাতি গাড়ি করে বিক্রমপুর বাড়ি ফেরার পথে গোহগ্রাম এলাকায় বালিভর্তি লরির ধাক্কায় ছোট হাতি গাড়ি উল্টে চাপা পড়ে গুরুতর জখম হয় কনক বালা বাগদি।