ঘটনাটি শনিবার রাতে হয়েছিল বলে জানা যায় এবং রবিবার সকালে মন্দিরে পুজো দিতে এসে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন।। খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ রাধা গোবিন্দের মন্দির থেকে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা প্রতিমা চুরি করেছে। ফলে এলাকা নিরাপত্তার অভাব বোধ করছেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।