চিলাপাতা জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত দুই আহত দুই জন। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বানিয়া নদীর উপর নির্মিত ব্রিজ থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই দু’জন যুবকের মৃত্যু হয়, আর এক মহিলা সহ আরও দুইজন গুরুতর জখম হন। শুক্রবার সকাল আটটা নাগ পুলিশ সূত্রে জানা গেছে, হাসিমারা থেকে কোচবিহার গামী একটি ছোটো গাড়ি করে চারজন যাচ্ছিল। চিলাপাতা জঙ্গলে নিয়ন্ত্রিত হারিয়ে ছোটো গাড়িটি ব্রিজের রেলিং ভেঙে সেতুর নিচে পড়ে যায়।