খেজুরি ১: ২০২৬শের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হেঁড়িয়ায় সাংগঠনিক আলোচনা সভা করলোINTTUC,উপস্থিত রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ১-নং ব্লকের অন্তর্গত হেঁড়িয়া মিলনকুঞ্জ অনুষ্ঠান ভবনে তৃণমূল কংগ্রেস-এর শ্রমিক সংগঠন INTTUCর বিশেষ সাংগঠনিক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হল।এই সভায় উপস্থিত হয়েছেন পটাশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এছাড়াও উপস্থিতছিলেন INTTUC রাজ্য সম্পাদক বিকাশ চন্দ্র বেজ,তৃণমূল নেতা বিমান নায়েক সহ অন্যান্যরা