পুরুলিয়া ২: টামনা থানার চাকলতোড়ে জামাইয়ের রহস্য মৃত্যু, মর্গের সামনে ঘটনার পুলিশি তদন্তের দাবি পরিবারের লোকদের
শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হল জামাইয়ের । টামনা থানা এলাকার ঘটনা । মৃতের নাম রঞ্জিত বাউরী । বাড়ি কেন্দা থানার কামতা এলাকায় । মৃত্যুর আসল কারণ জানতে দেহটি আজকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়ারা মর্গে নিয়ে আসা হয় ।