বাসন্তী : দক্ষিণ ২৪ পরগনা গত কয়েকদিন ধরেই ক্যানিং থানার তালদি এলাকায় নানা ধরনের ছোট খাট অশান্তির ঘটনা ঘটেছে। এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে তাই ক্যানিং থানার তরফ থেকে পুলিশি টহলদারি চালানো হল তালদি বাজার এলাকায়। বুধবার সকাল দশটা থেকে চলে এই টহলদারি। এলাকার সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ও নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন যে বদ্ধ পরিকর মূলত সেই বার্তা দিতেই এই উদ্যোগ নিয়েছে ক্যানিং থানা।