SIR আতঙ্কের ছায়া গোয়ালপোখরে—ভোটার তালিকা ঘিরে ভয়ের মাঝেই হৃদরোগে মৃত্যু অনিল সিংহের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের কামাত সম্বলপুর এলাকায় SIR সংক্রান্ত আতঙ্কে এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অনিল সিংহ।(৬২) পরিবার সূত্রে জানা যায়, অনিল সিংহের নাম ২০০৫ সালের ভোটার তালিকায় থাকলেও ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। পরিবারের দাবি, ২০০৩ সালে তাঁরা বাংলাদেশ থেকে এ দেশে আসেন। পরে নির্ধারিত নিয়ম মেনে ইনুমারেশন ফর্ম পূরণ করে জম