কাটোয়া ২: ভোট লুট ঠেকাতে হাতা,খুন্তি, বালতি,বঁটি নিয়ে রুখে দাঁড়ানোর বার্তা পলসোনা গ্রামে BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের
ভোট লুট ঠেকাতে হাতা,খুন্তি, বালতি,বঁটি নিয়ে রুখে দাঁড়ানোর নিদান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের।লকেট চট্টোপাধ্যায় এদিন বলেন, অনেক অত্যাচার সহ্য করেছেন আর না বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও আপনারা সকলে একজোট হয়ে নামুন।বুধবার বিকালে কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা গ্রামের বিজেপির পরিবির্তন সভায় এসে লকেট প্রকাশ্য সভায় এভাবে মহিলাদের একজোট হওয়ার ডাক দেন। এছাড়াও লকেট বলেন, ২০২৬ হল আমাদের পরীক্ষা। রাজ্যটাকে বাংলাদেশ হতে দিলে হবে না।