আলিপুরদুয়ার ২: শামুক তলায় ডুয়ার্স কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল পুলিশ
আটদিন ব্যাপী ডুয়ার্স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হয়েছে লঙ্কাপাড়া আদিবাসী করুক ক্লাব মহিলা টিম এবং শীতলা বাড়ি কিশোর সংঘ পুরুষদের টিম। দুই টিমের অধিনায়ক এর হাতে পুরস্কার তুলে দিলেন শামুকতলা থানার পুলিশ বুধবার বিকেল পাঁচটা নাগাদ। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশীর নির্দেশে আলিপুরদুয়ার জেলা জুড়ে ডুয়ার্স কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল গত আট দিন আগে। পুরুষদের ৩০ টি ফুটবল দল এবং মহিলাদের পাঁচটি ফুটবল দল অংশগ্রহণ করে।