বেলডাঙা ১: দীর্ঘ টালবাহানার পর বেলডাঙ্গার বড়ুয়ার মোড় এলাকায় রাস্তা সম্প্রসারণের কাজ আজ রাত থেকেই জোড় কদমে শুরু হলো
বেলডাঙ্গা বড়ুয়ার মোড় এলাকায় দীর্ঘ যানজটের সমস্যার সম্মুখীন হতে এলাকার সাধারণ মানুষ থেকে পণ্যবাহী ট্রাক চালকেরা । নিত্যদিনই যানজটের শিকার হতে হতে সাধারণ মানুষকে, এই রাস্তা সম্প্রসারণের কাজের সরকারিভাবে অনুমতি হয়ে গেছিল বেশ কিছুদিন ধরেই কিন্তু ওই এলাকার ফুটপাত দখল করেছিল একাধিক দোকানদারেরা প্রশাসনের পক্ষ থেকে প্রায় দিন ১৫ লাগাতার প্রচার অভিযান চালানোর পর অবশেষে আজ পাঁচই নভেম্বর রাত থেকে শুরু হলো।