যেকোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। অথচ দীর্ঘদিন তারাই বঞ্চনার শিকার। এরই প্রতিবাদে সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের অস্থায়ী কর্মীদের অবস্থান-বিক্ষোভ। আজ নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে মন্দিরতলা বাস স্ট্যান্ডের কাছে ৫ দিন ব্যাপী অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা।