হরিশ্চন্দ্রপুর ১: তুলসিহাটা সরকারি ধান ক্রয় কেন্দ্রের ফরেদের দাপট, বেশি পরিমাণে ঢলতা নেওয়ার অভিযোগ,বঞ্চিত হচ্ছে কৃষকরা
সরকারি ন্যায্য মূল্যে ধান ক্রয় কেন্দ্রে বিক্রি হচ্ছে বিহারের ধান। বঞ্চিত বাংলার চাষীরা। সাথে নেওয়া হচ্ছে অতিরিক্ত ধলতা।ফোরেদের দাপটে মাথায় হাত চাষীদের। চাষীদের নিয়ে বিক্ষোভে তৃণমূলের আরেক অংশ।মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় সরকারি ধান ক্রয় কেন্দ্রে ব্যাপক দুর্নীতির এই অভিযোগ সামনে এসেছে।এলাকার চাষীদের অভিযোগ দালালদের সহায়তায় পার্শ্ববর্তী বিহারের বিভিন্ন এলাকা থেকে নিম্নমানের ধান এখানে বিক্রি হচ্ছে।কিন্তু বঞ্চিত হচ্ছে ফড়েদের দাপটে এলাকার কৃষকরা।