বরাবাজার: কাজিডি আইসিডিএস সেন্টার উদ্বোধনে উপস্থিত বিডিও, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি
বরাবাজার ব্লকের অন্তর্গত পাঁচুকুদা গ্রামের টোলা কাজিডিতে বরাবাজার পঞ্চায়েত সমিতির অরথানুকুলে নতুনভাবে প্রায় তের লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে আইসিডিএস সেন্টার। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ তারই শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করল সেই সেন্টারে কচিকাঁচারা সঙ্গে উপস্থিত ছিলেন বরাবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমিত রঞ্জন মন্ডল, পুরুলিয়া জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা আইসিডিএস এসোসিয়েশনের পুরুলিয়া জেলা সভানেত্রী শিবানী মাহাতো,