লেপচা ভাষা বাচাও কমিটির কালিংপং থেকে কলকাতা যাত্রা পৌছালো রায়গঞ্জে, জেলা শাসকের কাছে দাবী সনদ দিল আন্দোলনকারীরা। শুক্রবার সংগঠন নেতৃত্ব বলেন লেপচা ভাষা পাহাড়ি এলাকার প্রাচীন ভাষা। তাদের দাবী লেপচা ভাষাকে সরকার স্বীকৃতি দিক, যাতে লেপচা ভাষায় তাদের সন্তানরা পড়শুনা করতে পারে। তারা এই দাবীতে কালিংপং থেকে কলকাতা যাত্রা শুরু করেছেন। এই রাস্তায় যে সকল জেলা শাসকের দফতর পড়বে সেই জেলা শাসকদের ওই একই দাবীতে ডেপুটেশন দেবেন তারা।