খানাকুল ১: আন্তরাষ্ট্রীয় হিন্দুপরিষদের উদ্যোগে রাষ্ট্রীয় বজরঙ্গদলের পক্ষথেকে খানাকুলের রামনগর এলাকায় শোভাযাত্রার অনুষ্ঠানআয়োজিতহল।
রামনবমী উপলক্ষে আন্তরাষ্ট্রীয় হিন্দু পরিষদের উদ্যোগে রাষ্ট্রীয় বজরঙ্গ দলের পক্ষ থেকে খানাকুলের রামনগর এলাকায় শোভাযাত্রার অনুষ্ঠান আয়োজিত হল। এদিন বিকেলে খানাকুলের রামনগর এলাকা থেকে শুরু করে খানাকুলের কোলেপুকুর এলাকা হয়ে আবারো রামনগর এলাকা পর্যন্ত গিয়ে শোভাযাত্রাটি শেষ হয় বলে জানা গেছে।