দূরপাল্লার একটি ট্রেন থেকে নগদ 14000 টাকা ও জিনিসপত্র সমেত একটি ব্যাগ উদ্ধার করে এক মহিলা ট্রেন যাত্রীর হাতে তুলে দিল পুরুলিয়া আরপিএফ পোস্ট এর পুলিশ । আজ সকালের ঘটনা । ওই মহিলার বাড়ি পার্শ্ববর্তী ঝাড়খন্ড রাজ্যের বোকারো স্টিল সিটি এলাকায় । তিনি ইসলামপুর হাটিয়া এক্সপ্রেসে ব্যাগটি ভুলে গিয়েছিলেন ।