নিতুড়িয়া: নিতুড়িয়ার পারবেলিয়া বাজারে SIR এর ফর্ম ফিলাপ করলেন দলের নেতৃত্ব বৃন্দদের সাথে নিয়ে বিজেপি নেত্রী মামণি বাউরি
রাজ্য জুড়ে চলছে SIR প্রক্রিয়ার কাজ। অনেকেই এই SIRএর ফর্ম ফিলাপ করতে না পারায় রবিবার নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া বাজারে বিজেপির সহায়তা শিবিরে ফর্ম ফিলাপ করে সহায়তা করতে দেখা গেল দলের নেতৃত্ব বৃন্দদের সাথে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির জি এস মামণি বাউরিকে।রবিবার সকালে রঘুনাথপুর বিধানসভার অন্তর্গত নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া বাজারের শিবিরে SIRএর ফর্ম ফিলাপ করতে দেখা যায়,বিজেপি নেতা সঞ্জীত বাউরি,দিলীপ সিং,অনিতা সিং ,ইন্দ্রমোহণ সিং সহ অন্যান্যরা।