রামপুরহাট ২: রামপুরহাট ২ নম্বর ব্লকে SIR ক্যাম্প ও War House পরিদর্শন করলেন ব্লক সভাপতি সুকুমার মুখার্জী
আজ শুক্রবার রামপুরহাট ২ নম্বর ব্লকে অনুষ্ঠিত SIR ক্যাম্প ও War House-এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ব্লক সভাপতি মাননীয় সুকুমার মুখার্জী মহাশয়। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাদার তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি-সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় দিক সম্পর্কে খোঁজ নেন সভাপতি। পাশাপাশি চলমান পরিষেবা, প্রশাসনিক সুবিধা এবং মাঠপর্যায়ের কাজের মান নিয়েও আলোচনা হয়।দলীয় নেতৃ