কেশপুর: কেশপুরের আমড়াকুচি গ্রামে শিব মন্দিরের পাশেই পুকুর থেকে উদ্ধার মৃতদেহ এলাকায় চাঞ্চল
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত আমড়াকুচি গ্রামে। গতকাল রাত্রে দুর্গা বিসর্জনের পর একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গিয়েছিল না। গ্রামবাসীর অভিযোগ কাল বিসর্জনের সময় ওই ব্যক্তি পুকুরে ডুবে গিয়েছিল আজ যখন ওই পুকুরে সান করতে নামলে বুঝতে পারে কুকুরের মধ্যে মৃতদেহ। পরে গ্রামবাসীদের সহযোগিতায় পুকুর থেকে মৃতদেহটি আড়াই তুলে নিয়ে আসা হয়। ঘটনাস্থলেই কেশপুর থানার পুলিশ এসে মৃতদেহটির তদন্ত শুরু করেছে।