ডেবরা: ডেবরায় একাধিক জায়গা থেকে নাবালিকার বিয়ে খবর শুনেই দৌড়লেন কর্মাধ্যক্ষ শান্তি টুডু
বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা ব্লকের একাধিক জায়গায় নাবালিকার বিয়ে হচ্ছে এমনই খবর আসে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যাণ দপ্তরের কর্মদক্ষ শান্তি টুডুর কাছে। তারপরই তিনি চাইল্ড লাইন এবং ডেবরা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ডেবরার চককৃপান এবং রাধামোহনপুর এলাকায় হাজির হন। সেখানে গিয়ে সঙ্গে কথা বলে তিনি জানান মেয়ে সাবালক না হলে বিয়ে দেবেন না। এটা আইনত অপরাধ। আপনারা নাবালিকা বিয়ে নিয়ে সচেতন হোন।