বৌদিকে খুনের ঘটনায় অভিযুক্ত দেওরকে বুধবার দুপুর ২টা নাগাদ চাঁচল মহকুমা আদালতে পেশ করল চাঁচল থানার পুলিশ। সাতদিনের হেফাজতের আবেদন চেয়ে এদিন চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের জেরায় অভিযুক্ত দেওর জিয়ারুল হক খুনের কথা স্বীকার করেছে। খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র সহ একাধিক জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার রাত একটা নাগাদ দরজা ভেঙে ঘরে ঢুকে বৌদিকে এলোপাথাড়ি কোপ মারে জিয়ারুল হক বলে অভিযোগ।