বামেদের ডাকে আজ অর্থাৎ সোমবার বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত ষাটপলসাই বাংলা বাঁচাও যাত্রা করা হলো আর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক অশোক রায় সহ স্থানীয় একাধিক বাম নেতৃত্বরা। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ময়ূরেশ্বরের বিভিন্ন এলাকায় বামেদের এই বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি করা হয়। আর সেখানেই বক্তব্য রাখলেন একাধিক বাম নেতারা।