হরিপুরে সিপিআইএম কর্মী আক্রান্তের প্রতিবাদে শান্তিপুরে পদযাত্রা বামেদের। সূত্রের খবর, শান্তিপুরের হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাগ দেবীপুর এলাকায় বাংলা বাঁচাও যাত্রার প্রচারে গিয়ে রবিবার সন্ধ্যায় আক্রান্ত হন সিপিআইএম কর্মীরা। অভিযোগ, স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিআইএম কর্মীদের উপর হামলা চালায়, ভাঙচুর করা হয় প্রচারের গাড়ি, মাইক, ব্যানার ছিঁড়ে ফেলা হয় দলীয় পতাকা। ঘটনার পর সিপিআইএমের পক্ষ থেকে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ।