বনগাঁ: বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে নিরাপত্তা আধিকারিকরা, স্থায়ী হেলিপ্যাডে নামলো হেলিকপ্টার
বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে নিরাপত্তা আধিকারিকরা, স্থায়ী হেলিপ্যাডে নামলো হেলিকপ্টার । আগামী মঙ্গলবার বনগাঁয় একাধিক কর্মসূচি নিয়ে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই কর্মসূচির মধ্যে রয়েছে এস আই আর নিয়ে সভা ও পদযাত্রা। মতুয়া গড়ে এসে মতুয়াসম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করবেন। মুখ্যমন্ত্রীর সভার আগে ট্রায়াল রান কপ্টারের। কপ্টার থেকে নেমে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন নিরাপত্তা আধিকারিকরা ৷