শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতে ৩.৩ কিমি পাকা রাস্তার কাজের সূচনা হল। জানা গিয়েছে, এক কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে জাদুকুড়া দিঘি থেকে আতিয়ার রহমানের বাড়ি ভায়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হল। শনিবার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি কলেজের পরিচলন সমিতির সভাপতি তপন কুমার গুহ, লালবাজার গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমেষ রায় , শীতলকুচি পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ মৎস্য কর্মাধ্যক্ষ সাজ্জাদুর রহমান সহ অন্যান্যরা।