বারাসাত জেলা পুলিশের 'প্রাপ্তি' উদ্যোগ: ৫১টি বহুমূল্যবান হারানো ফোন উদ্ধার, মালিকদের হাতে তুলে দিলেন এসপি প্রতীক্ষা ঝাড়খারিয়া বারাসাত জেলা পুলিশের 'প্রাপ্তি' (Prapti) উদ্যোগের মাধ্যমে মোট ৫১টি হারানো স্মার্টফোন ও কিপ্যাড ফোন উদ্ধার করা হলো। মঙ্গলবার এসপি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সেই ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বারাসাত জেলা পুলিশের অন্তর্গত হাবরা থানা, অশোকনগর থানা সহ বিভিন্ন থানায় বেশ কিছু মাস ধরে ফোন হারানোর অভিযোগ জমা পড়েছিল। কারো