উস্তি সিপিএমের কালিকাপোতা অঞ্চলের উদ্যোগে খাঁপুর এলাকা থেকে সংগ্রামপুর পর্যন্ত বাংলা বাঁচাও পদযাত্রার আয়োজন করা হয় উক্ত এই পদযাত্রায় শামিল হয়, উস্তি সিপিএমের এরিয়া কমিটির শীর্ষ নেতৃত্বরা এছাড়া উপস্থিত ছিলেন কালিকাপোতা অঞ্চলের সিপিএমের কর্মী সমর্থকরা।