মথুরাপুর ২: মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের উদ্যোগে মোবাইল মেডিকেল ভ্যান পৌঁছানো কোম্পানিরঠেক বাজারে
আজ অর্থাৎ বুধবার সকাল নটা নাগাদ কোম্পানিরঠেক বাজারে মোবাইল মেডিকেল ভ্যান পৌঁছাতে ভিড় জমালেন সাধারণ মানুষ। সকাল থেকেই সার বেঁধে দাঁড়িয়ে স্বাস্থ্যপরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সংগ্রহ করেন অনেকে। এদিন রায়দিঘী গ্রামীণ হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা উপস্থিত থেকে প্রায় শতাধিক মানুষকে পরিষেবা দেন। এলাকাবাসীর দাবি-এই ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা পৌঁছানোর ফলে প্রবীণ ও মহিলাদের হাসপাতালে যেতে আর দূরপথ পাড়ি দিতে হবে না। উপস্থিত ছিলেন জেলাপরিষদের সদস্য উদয় হালদার। মথুর