পথশ্রীর প্রকল্পের বরাদ্দ অর্থে হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া এলাকায় রাস্তার কাজের সূচনা করা হলো। প্রশাসনিক কর্তাদের উপস্থিতির মধ্য দিয়ে ফিতে কেটে নারকেল ফাটিয়ে রাস্তার কাজের সূচনা হয়। বাংরুয়া থেকে কাতলামারী পর্যন্ত ৬০০ মিটার এ রাস্তা কংক্রিট ঢালাই করে নির্মাণ। প্রকল্পে এ রাস্তার কাজের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২৪ লক্ষ ৩০ হাজার টাকা। ব্লক বিডিও তাপস কুমার পাল সহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রাস্তার কাজের সূচনা হয়।