রানিগঞ্জ: রানিগঞ্জে বড় সাইবার প্রতারণ,চিকিৎসকের কাছ থেকে উধাও ১৫ কোটি টাকা,রানিগঞ্জ শিল্পাঞ্চলে ঘটলো বড়সড় সাইবার জালিয়াতি
রানিগঞ্জে বড় সাইবার প্রতারণা।চিকিৎসকের কাছ থেকে উধাও ১৫ কোটি টাকা।রানিগঞ্জ শিল্পাঞ্চলে ঘটলো বড়সড় সাইবার জালিয়াতি। শেয়ার বাজারে মোটা মুনাফার লোভ দেখিয়ে রানিগঞ্জের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ অরুণ কুমার শর্মার কাছ থেকে প্রতারকেরা হাতিয়ে নিয়েছে ১৫ কোটি ৮৩ লক্ষ টাকার বেশি।“মোনার্ক ভিআইপি” নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে ভুয়ো ট্রেডিং অ্যাপ ও নথি দেখিয়ে এক মাস ধরে চিকিৎসককে বিনিয়োগে প্রলুব্ধ করা হয়।