তেলিয়ামুড়া: ২৯ কৃষ্ণপুর বিজেপি যুব মোর্চা মন্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউটি হলে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়
সোমবার বিকাল ৪ ঘটিকায় ২৯ কৃষ্ণপুর বিজেপি যুব মোর্চা মন্ডলের উদ্যোগে চাটমাঘাট কমিউনিটি হলে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। এই দিনের এই যুব সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চা সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, খোয়াই জেলা যুব মোর্চা সভাপতি মানিক দেবনাথ, কৃষ্ণপুর যুব মোর্চা মন্ডল সভাপতি নির্মল দেবনাথ সহ অন্যান্যরা।