বারুইপুর: কল্যাণপুর নিহাটা কামারপাড়াতে হরিনাম সংকীর্তন এর উদ্বোধন করলেন, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ
কল্যাণপুর নিহাটা কামারপাড়াতে হরিনাম সংকীর্তন এর উদ্বোধন করলেন, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বাড়িপুর পশ্চিম বিধানসভার বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভা তথা বারীপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম কুমার দাস, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুরজিৎ পুরকাইতসহ একাধিক নেতৃত্বরা, সেই চিত্র পাবলিক ক্যামেরায় আজ দুপুর আনুমানিক ২টো নাদাগ।