বন্দেমাতরম রচনার ১৫০ বর্ষ উদযাপন উপলক্ষে কৃষ্ণনগর টাউন হলের মাঠে এক বিশেষ অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সীমানগর ৩২ ব্যাটেলিয়ানের উদ্যোগে এবং কমান্ড্যান্ট সুজিত কুমারের নেতৃত্বে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এদিন প্রদর্শনীতে বাহিনীর ব্যবহৃত আধুনিক ও ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। প্রদর্শনী ঘিরে সাধারণ মানুষ, ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।