তুফানগঞ্জ ১: শুভেন্দু অধিকারীকে পাগলা কুকুরে কামড়িয়েছে, SIR সম্পর্কে কাজকর্ম খতিয়ে দেখতে তুফানগঞ্জ এসে জানালেন মন্ত্রী দিলীপ মন্ডল
শনিবার তুফানগঞ্জ শহর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল। উল্লেখ্য SIR এর কাজকর্ম খতিয়ে দেখতে এ দিন তুফানগঞ্জে আসেন মন্ত্রী দিলীপ মন্ডল। বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর বিভিন্ন সময়ে হুংকারের কথায় মন্ত্রী জানালেন তাকে পাগলা কুকুরে কামরিয়েছে এবং সাহস থাকলে সীমান্তে এসে দেখাক।