নলহাটি ১: নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারীক শেখ মো: আলীকে বিদায়ী সংবর্ধনা জানালো নলহাটি ব্যবসায়ী সমিতি
নলহাটি থানার ভারপ্রাপ্ত আধিকারীক শেখ মো: আলীকে বিদায়ী সংবর্ধনা জানালো নলহাটি ব্যবসায়ী সমিতি। আজ শনিবার দুপুর ২টা নাগাদ নলহাটি থানার ভারপ্রাপ্ত অধিকারীক শেখ মোহাম্মদ আলী মহাশয়কে বিদায়ী সংবর্ধনা জানানো হলো নলহাটি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে। নলহাটি থানার ভারপ্রাপ্ত অধিকারীক শেখ মোহাম্মদ আলী মহাশয়কে নলহাটি থানা থেকে বদলি হয়ে চলে যাচ্ছেন রাজ্য পুলিশের IB ইন্সপেক্টর হয়ে, এমনটাই গত দুদিন আগে রাজ্য পুলিশের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানা গেছে ।