পুরুলিয়া ১ নং ব্লকের অন্তর্গত গাড়াফুসরো অঞ্চলের ঝবকাডি মোড়ে বিজেপির পরিবর্তন সভা করা হল এদিন দুপুরে। উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিধায়ক বানেশ্বর মাহাত,মণ্ডল সভাপতি বিশাল দুবে,জেলা বিজেপির সদস্য তরিৎ কুমার মাহাত,রথিন্দ্র মাহাত,প্রভাত ব্যানার্জি সহ সমস্ত বিজেপি কর্মীবৃন্দ ।